Posts

Showing posts from March, 2012

হাতের লেখা ‘সুন্দর’ করার সহজ উপায়

Image
সত্য বলতে, হাতের লেখা ‘ সুন্দর ’ বা ভালো করা মোটেও কোন কঠিন কাজ নয়। হাতের লেখা ‘ সুন্দর ’ করতে মূল তঃ যে তিনটি বিষয় প্রয়োজন সেগুলো হলো : ১ . ‘ সুন্দর ’ করে লেখার বিষয়ে নিজের আগ্রহ বা ইচ্ছে থাকা, ২. হাতের লেখা ‘ সুন্দর ’ করার সঠিক ও সহজ কৌশল বা উপায় জানা, ও ৩. নিয়মিত হাতের লেখার চর্চা করা। হাতের লেখার মাধ্যমে বোঝা যায়, মানুষের মনোযোগ, স্থিরতা ও চিন্তা করার ক্ষমতা।   ‘ সুন্দর ’ হাতের লেখার প্রশংসা সবাই করে। আর হাতের লেখা ‘ সুন্দর ’ হলে পরীক্ষায়ও ভালো নম্বর পাওয়া যায়। নীচের পরামর্শগুলো অনুসরণ করলে হাতের লেখা অবশ্যই ‘ সুন্দর ’ হবে। ·          প্রতিটি অক্ষর বা বর্ণ স্পস্ট হতে হবে, যাতে আলাদা-আলাদা ভাবে বোঝা যায় যে, ঠিক কোন অক্ষর লেখা হয়েছে। বাংলা লেখার ক্ষেত্রে, মাত্রা র সঠিক ব্যবহার করতে হবে। ইংরেজির ক্ষেত্রে ‘ ক্যপিটাল ’ ও ‘ স্মল ’ লেটার সঠিকভাবে লিখতে হবে। ·          লেখার স্টাইল বা ধরণ (যেমন, সোজা/খাড়া বা বাঁকা/কাত) যে রকমই হোক না কেন, অক্ষরগুলোর আকার ও আকৃতি একই রকম হতে...